13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে শতভাগ আসনেই যাত্রী নিয়ে চলবে ট্রেন

Rai Kishori
September 16, 2020 10:40 am
Link Copied!

আজ থেকে শতভাগ আসনে যাত্রী নেয়া হচ্ছে ট্রেনে। এতদিন করোনাভাইরাস পরিস্থিতির কারণে আসন ফাঁকা রেখে ট্রেন চলেছে। এখন থেকে আর কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। সব আসনেই যাত্রী নিয়ে চলবে ট্রেন।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে বুধবার থেকে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।

http://www.anandalokfoundation.com/