13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকরণ বকেয়া বেতন পরিশোদের দাবিতে মানববন্ধন

Rai Kishori
September 13, 2020 5:02 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকরণ ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোদের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যশোর ৫টি বাম দলের উদ্যোগে আজ সাড়ে বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদের উইনাইটেড কমিউনিস্ট লীগের সভাপতি তোসলিমুর রহমানের সভাপতিত্বে সিপিবি, মার্কসবাদী, বাসদ, বাংলাদেশ উইনাইটেড কমিউনিস্ট লীগ (বাসদ) ও সমন্বয় কমিটি যশোরের অর্ধশতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওর্য়াকার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, পাট চাষ করে কৃষকরা একসময় লাভবান হতো। কিন্তু সরকারের সিদ্ধান্তের কারণে আজ পাট ও পাটশিল্প ধ্বংসের মুখে।

এ অবস্থায় পাটশিল্প পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে প্রতিমণ পাটের সর্বনিম্ন মূল্য ৩ হাজার টাকা নির্ধারণ, পাটশিল্প বিরাষ্ট্রীকরণের সিদ্ধান্ত বাতিল, রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকরণ ও বকেয়া বেতন পরিশোদের করা জরুরি। এ অবস্থায় কৃষক ও কৃষির সমস্যাকে জাতীয় সমস্যা বিবেচনা করে অবিলম্বে কার্যকরি উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

http://www.anandalokfoundation.com/