13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

টেস্ট ক্রিকেটে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এবি ডি ভিলিয়ার্স

admin
January 5, 2016 1:14 pm
Link Copied!

ক্রীড়া ডেস্ক: টেস্ট ক্রিকেটে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় দক্ষিণ আফ্রিকান ও বিশ্বের ২৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে আট হাজার রান পূর্ণ করেছেন তিনি।

প্রোটিয়াদের হয়ে আগে এই কীর্তি করেছেন শুধু গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস। অবসরে যাওয়া এ দুই ক্রিকেটারের রান যথাক্রমে ৯ হাজার ২৫৩ ও ১৩ হাজার ২০৬ রান। টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জ্যাক ক্যালিস।

সোমবার কেপ টাউনে টেস্টে ইংলিশদের বিপক্ষে ৭ হাজার ৯৫০ রান নিয়ে খেলতে নামে ভিলিয়ার্স। গেল বছরের শেষটা ভালো না গেলেও এবারের শুরুটা বেশ ভালোই করলেন ভিলিয়ার্স। ৩৯তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি আট হাজার রানও পূর্ণ করেন। ব্যক্তিগত ৮৮ রানে ফিনের বলে আউট হলেও নিজের দলকে শক্ত স্থানে নিয়ে যান তিনি।

এদিকে তার সতীর্থ হাশিম আমলা ১৫৭ রানের ইনিংস খেলার পথে টেস্টে সাত হাজার রান পূর্ণ করেছেন। অপরাজিত থাকা এ ব্যাটসম্যানের রান ৭ হাজার ৬৪। এ দুই ব্যাটসম্যান কেপ টাউটে তৃতীয় উইকেটি জুটিতে ১৮৩ রান যোগ করেন। আমলা ১৮ ইনিংস পর সেঞ্চুরি তুলে নিলেও ভিলিয়ার্সকে ১২ রানের আক্ষেপে পুড়তে হয়।

http://www.anandalokfoundation.com/