13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‘কঠিন চীবর দান’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

Rai Kishori
October 18, 2019 10:50 pm
Link Copied!

          প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ অক্টোবর কঠিন চীবর দানউপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

          ‘‘বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানউপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানাচ্ছি।

          মহামতি গৌতম বুদ্ধের শান্তির বাণী মানবজাতির কল্যাণ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

          বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাউত্তর বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তার ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময় ধর্ম যার যার, উৎসব সবারএ আপ্তবাক্য ধারণ করে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষ দেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।

          আমাদের সরকার দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশকে বিশ্ব সভায় একটি উন্নত ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।

          আমি আশা করি, গৌতম বুদ্ধের অহিংসার বাণী ধারণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজে সকল ধর্মবর্ণের মানুষ একযোগে কাজ করবেন।

          আমি এ মহান ধর্মীয় উৎসব ও স্মরণিকা প্রজ্ঞালোকএর সার্বিক সফলতা কামনা করছি।

         জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

         বাংলাদেশ চিরজীবী হোক।’’

http://www.anandalokfoundation.com/