13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে পর্যায়ক্রমে বিশ্বমানের ফিল্ম সিটিতে রূপান্তর করতে কাজ করছি

Rai Kishori
October 18, 2019 9:42 pm
Link Copied!

বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে পর্যায়ক্রমে বিশ্বমানের ফিল্ম সিটিতে রূপান্তর করতে কাজ করছি আমরা। ১০৫ একর জমির ওপর গড়ে ওঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির প্রাথমিক কাজ প্রায় সম্পন্ন হয়েছে।  বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে দলীয় নেতৃবৃন্দের সাথে  তার কবর জিয়ারতের পর গাজীপুর জেলার কালিয়াকৈরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
 
সরেজমিনে ফিল্ম সিটির নির্মাণ তদারকি শেষে মন্ত্রী ড. হাছান মাহমুদ  জানান, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মাণাধীন চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শন করে গেছেন, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাঁর ইচ্ছে আছে এই চলচ্চিত্রের কিছু অংশের শুটিং এখানে হতে পারে।
 
তথ্যসচিব আবদুল মালেক মন্ত্রীর সাথে ছিলেন।
http://www.anandalokfoundation.com/