13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পূজোর সময় নৃত্যকরতে বাধা দেওয়ায় হিন্দু যুবক খুন

admin
October 16, 2019 11:54 am
Link Copied!

সনাতন সম্প্রাদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীর দিনে সংখ্যাগুরু দুর্বৃত্তদের নৃত্য করতে বাধা দেওয়ার জের ধরে ছুরিকাঘাতে যুবককে খুন।

গত ১১ অক্টোবর ২০১৯ শুক্রবার সন্ধ্যা অনুমান ০৭.৩০ মিনিটের সময় ঢাকা জেলার দক্ষিন কেরানিগঞ্জ থানার শুভাড্যা কাচারী পাড়া জেলে পাড়ায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানান, শারদীয় বিজয়া দশমীতে মন্দিরের আঙ্গিনায় কিছু বাহিরের লো্ক নাচানাচি করতে চাইলে উপস্থিত লোকজন নাচানাছি করতে বারন করে এবং তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। তাহারই জের ধরে  মো মামুন (৪২), মোঃ রবিন (২২), সাব্বির (২১), মো রাসেল (২০), মোঃ রাব্বি (২২), মোঃ সুমন (১৯) সহ আরও ১৫/২০ জন মিলে শুভড্যা কাচারী পাড়া নিবসী মৃত কেতু চাঁদ মণ্ডলের পুত্র অন্তর মণ্ডল(২০)কে নিকটস্থ বুড়ীর দোকানের সামনে মৌজা নং ৪৩৩ রাস্তায় ছুড়িকাঘাত করে রক্তাক্ত অবস্থায় রেখে চলে যায়।

স্থানীয় লোকজন দেখে রক্তাক্ত অবস্থায় অন্তর মণ্ডলকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পর ০৮.০০ ঘটিকার সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

অখিল চন্দ্র মণ্ডল (৭০) (০১৬৭৬৫৫৮৮৩৪) বাদী হয়ে ঢাকা দক্ষিন কেরানিগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে মামলা নং ৩১/৩৪৭ তারিখ ১২.১০.২০১৯ ধারা ৩০২/৩৪ দণ্ড বিধি দায়ের করেছেন।

বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষে রবীন্দ্র ঘোষ, এড সুমন কান্তি দাস, প্রদীপ দাস, তন্ময় দাস মহন্ত, মিজানুর রহমান সহ আরও ৩/৪ জন মানবাধিকার কর্মী ঘটনাস্তল পরিদর্শন করে, মৃত অন্তর মন্ডলের অভিভাবকদের সঙ্গে কথা বলে। কান্না বিজড়িত কন্ঠে আবাল বৃদ্ধবনিতা, মহিলা পুরুষ হাত তুলে প্রশাসনের নিকট এই হত্যার বিচার দাবী জানান।

পরে মাইনরিটি ওয়াচের নেতৃবৃন্দ দক্ষিন কেরানিগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মোঃ শাহজামালের সঙ্গে সাক্ষাৎ করেন। অফিসার-ইন-চার্জ বলেন, তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তারা হল ১) মোঃ মামুন ২) মোঃ রুদ্র ৩) মোঃ রাব্বি এবং অপর আসামী্রা পলাতক আছেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

http://www.anandalokfoundation.com/