13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

admin
October 15, 2019 5:54 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন, সকলের হাত, পরিচ্ছন থাক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

১৫ অক্টোবর ( মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি মিলনায়তন চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আমিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাঈমুল এহশান, পঞ্চগড় পৌর সভার মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, স্থানীয় এনজিও পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, পঞ্চগড় আরডিআরএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরুন চন্দ্র কির্তনিয়া, আরডিআরএসের সুর্বনা শাহা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেয়।

পরে সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এন মো. নাইমূল এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন চন্দ রায়, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মির্জা সাখাওয়াত হোসেন, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন ও বেসরকারি উন্নয়ন সংস্থা পরস্পর’র নির্বাহী পরিচালক আকতারুণ নাহার সাকী।

সভায় প্রধান অতিথি খুদে শিক্ষার্থীদের মাঝে স্যানিটেশন ও হাত ধোয়ার বিষয়ে বক্তব্য রাখেন।

পঞ্চগড় জেলা সদরসহ পাঁচটি উপজেলার সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের যথাযথভাবে হাত ধোয়ার কৌশল শেখানো হয়।

http://www.anandalokfoundation.com/