13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রিয়তায় বিশ্বের প্রথম স্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

admin
October 14, 2019 10:10 am
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবাকে টপকে ইনস্টাগ্রামে বিশ্বের নির্বাচিত নেতাদের মধ্যে জনপ্রিয়তায় বিশ্বে প্রথম স্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইনস্টাগ্রামে ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার্স সংখ্যা ১৪.৯ মিলিয়ন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর ফলোয়ার্স সংখ্যা ২৫.৬ মিলিয়ন এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রয়েছে ২৪.৮ মিলিয়ন ফলোয়ার্স। বিশ্বের শীর্ষ তিন নেতাদেরকে টপকে  নরেন্দ্র মোদির ফলোয়ার্স সংখ্যা দাঁড়িয়েছে ৩০ মিলিয়ন।  ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশী ফলোয়ার্স থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।

প্রধানমন্ত্রী মোদির ফলোয়ার্স সংখ্যার খতিয়ান দিয়ে জেপি নাড্ডা ট্যুইট করে বলেন, “ইনস্টাগ্রামে ৩০ মিলিয়নের বেশী ফলোয়ার্স প্রধানমন্ত্রী মোদি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে এগিয়ে তিনি। এটাও তাঁর জনপ্রিয়তা এবং যুব সমাজের সঙ্গে যোগাযোগের প্রমাণ।”

একাধিকবার প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার বিষয়টি নজর কেড়েছে সকলের। যে সমস্ত অনুষ্ঠানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকেন, তার বিভিন্ন সময়ের ছবি শেয়ার করটে দেখা গিয়েছে তাঁকে। চলতি সপ্তাহে তামিলনাড়ুর মাল্লাপুরমে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তাঁর অনআনুষ্ঠানিক বৈঠকের ছবিটি ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয়, এছাড়াও সেপ্টেম্বরে টেক্সাসে “হাউডি মোদি” অনুষ্ঠানের তাঁর যোগদান, বিজেপি সাংসদ সত্যনারায়ণ জাটিয়ার নাতনির সঙ্গে তাঁর খেলার ছবিও খুবই জনপ্রিয়। মাল্লাপুরমে তাঁর জঞ্জাল সাফাইয়ের ছবিটি প্রায় মিলিয়ন সংখ্যক মানুষ লাইক করেছে। ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর, পিভি সিন্ধুর সঙ্গে তাঁর ছবিও চার মিলিয়ন লাইক কুড়িয়েছে, যা খুব স্বাভাবিকভাবেই খুব জনপ্রিয় একটি ছবি।

http://www.anandalokfoundation.com/