13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মারা গেলেন মীনা কার্টুনের রূপদানকারী রাম মোহন

admin
October 12, 2019 11:47 am
Link Copied!

বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষামূলক ও জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার রূপদানকারী ‘ফাদার অফ ইন্ডিয়ান অ্যানিমেশন’ রাম মোহন (৮৮) মারা গেছেন।

ভারতের অ্যানিমেশন বিষয়ক ওয়েবসাইট অ্যানিমেশন এক্সপ্রেস এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় অ্যানিমেশন জনক কার্টুনিস্ট রাম মোহন বৃহস্পতিবার মারা যান। খবর অ্যানিমেশন ম্যাগাজিন ডটকমের।

ভারতের অ্যানিমেশন ইন্ডাস্ট্রির যাত্রা একরকম তাঁর হাত ধরেই শুরু বলা জেতে পারে । বাংলাদেশের মানুষ তাঁকে চেনেন তাঁর সৃষ্টি মীনা চরিত্রটি দিয়ে।

১৯৫৬ সালে খ্যাতনামা এ কার্টুনিস্টের ভারতীয় চলচ্চিত্রের জগতে কর্মজীবন শুরু করেন। ১৯৬৮ সালে তিনি চলচ্চিত্র বিভাগ থেকে সরে দাঁড়ান, কাজ শুরু করেন প্রসাদ প্রোডাকশনের অ্যানিমেশন বিভাগের প্রধান হিসেবে। ১৯৭২ সালে নিজের প্রতিষ্ঠান রাম মোহন বায়োগ্রাফিক্স চালু করেন।

১৯৯০-এর দশকে উপমহাদেশের মেয়েদের অধিকার সুংসহত করার লক্ষ্য মীনা কার্টুন প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ। তার রঙ তুলিতেই ফুটে ওঠে মীনা কার্টুনের সবার পছন্দের রূপটি।

http://www.anandalokfoundation.com/