13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জন্মনিরোধক পিলে রয়েছে যে সমস্ত বিপদ

admin
October 4, 2019 3:45 pm
Link Copied!

অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি এড়াতে অনেক জরুরি গর্ভনিরোধক পিল খেয়ে থাকেন। তবে এই পিল প্রতিনিয়ত খেলে হতে পারে অনেক সমস্যা। যেসব মহিলাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের পিল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

পিল যেভাবে গর্ভধারণ প্রতিরোধ করে

অরক্ষিত শারীরিক সম্পর্কের ৭২ থেকে ১২০ ঘণ্টার মধ্যে এই পিল খেতে হয়। এই পিল খেলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে জরায়ুতে আসতে দেরি হয়। এই সময়ের মধ্যে জরায়ুতে থাকা শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। ফলে ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হতে পারে না। ফলে গর্ভধারণও হয় না। তবে অনেক ক্ষেত্রে এই পিল খাওয়ার পরেও অনেক নারী গর্ভধারণ করেন।

পিল খেলে যেসব সমস্যা হতে পারে

  • বিষণ্নতা বা ডিপ্রেশনে ভুগতে থাকা
  • চর্ম ও যৌনরোগের সমস্যা হতে পারে
  • মাথা ব্যথা হওয়া
  • মেজাজ খিটখিটে হওয়া
  •  পিল খেলে বমি বমি ভাব হতে পারে
  • ওজন বেড়ে যাওয়া
  • চোখে দেখার অসুবিধা বা ঝাপসা দৃষ্টি
  • ব্রেস্টে তীব্র ব্যথা হতে পারে
  • পিরিয়ডবিহীন ব্লিডিং
  • সেক্সুয়াল আগ্রহ কমে যাওয়া
  • পরবর্তী পিরিয়ড অনিয়মিত হতে পারে
  • পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া
  • তলপেটে ব্যথা

এই পিল খাওয়ার পর যদি গর্ভসঞ্চার, যোনি থেকে অতিরিক্ত তরল নির্গত হলে, কাঁপুনি দিয়ে জ্বর এলে, তলপেটে ব্যথা, যোনিতে রক্তপাতসহ যেকোনো ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।

তবে যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য ওরাল কনট্রাসেপটিভ পিল উপকারী। তবে কোনো নারী যদি গর্ভবতী থাকেন তারা এবং প্রায়ই অরক্ষিত সম্পর্ক স্থাপন করেন তারা পিল খাবেন না।

যদি জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান বা কনডম ব্যবহার সঠিকভাবে না করেন তবে খেতে পারেন। ৩ বছরের বেশি একটানা পিল খেলে গ্লুকোমা হওয়ার সম্ভবনা থাকে। ৪০ উর্ধ্ব মহিলাদের জন্য পিল প্রযোজ্য নয়। এতে হৃদরোগের সম্ভাবনা থাকে।

http://www.anandalokfoundation.com/