13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন এখন সময়ের দাবি -আইনমন্ত্রী

admin
September 12, 2019 10:49 pm
Link Copied!

সরকার নারীর ক্ষমতায়নের সাথে সাথে উত্তরাধিকারের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে উত্তারণের চেষ্টা করছে। এদেশের সংখ্যা গরিষ্ঠদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা। সে কারণেই হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা এখন সময়ের দাবি। তবে এ ক্ষেত্রে হিন্দু সম্প্রদায় এগিয়ে এলে সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে। বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আইন সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আইন কমিশন থেকে পাঠানো সাক্ষী সুরক্ষা আইন পরীক্ষা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনেরও কিছু সংশোধন করার চিন্তভাবনা করা হচ্ছে।
বিচারপতি শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক; অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম; একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির; বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত প্রমুখ বক্তৃতা করেন।
http://www.anandalokfoundation.com/