13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় মালামাল ও অনুপ্রবেশে আটক-১

Rai Kishori
September 5, 2019 10:13 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক  অভিযানে ৭৯১ প্যাকেট ভারতীয় বিভিন্ন প্রকার বাজি, ৮৭ কৌটা ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেট এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে একজন বাংলাদেশি নাগরিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা, পুটখালী ও অগ্রভূলাট বিওপি’র টহল দল পৃথক পৃথক অভিযানে
এসব মালামাল ও অনুপ্রবেশকারীকে আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে,  গোগা বিওপি’র অন্য একটি টহল দল গোগা গ্রামস্থ ইছামতি নদীরপাড় থেকে ভারতীয় ৭৯১ প্যাকেট বাজি, পুটখালী বিওপি’র অন্য একটি টহল দল
বারপোতা মাঠের মধ্যে থেকে ৮৭ কৌটা ভারতীয় ক্যালসিয়াম ট্যাবলেট আটক করে।
অপরদিকে, অগ্রভূলাট বিওপির একটি টহল দল অগ্রভূলাট গ্রামস্থ মাঠের মধ্য থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় একজন বাংলাদেশি নাগরিককে আটক করে।
যশোর ২১ বিজিবি ব্যাটালিয়নের পিবিজিএমএস, অধিনায়ক লেঃ ইমরান উল্লাহ সরকার জানান,
আটককৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউজে এবং আটক নাগরিক বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
http://www.anandalokfoundation.com/