13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় সরকারি খাল দখল করে পাঁকা ভবন নির্মান

Rai Kishori
September 5, 2019 3:24 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় সরকারি খালের জায়গা দখল করে পাঁকা ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবেরহাট বাজারে সরকারি খালের জায়গা দখল করে ইতোপূর্বে পাঁকা-আধাপাকা ঘর নির্মান করেছে একাধীক ব্যক্তি।

সম্প্রতি সাহেবেরহাট বাজারের ব্যবসায়ী জগদীশ গাইন সরকারি খালের উপর পাঁকা ঢালাই পিলার করে দোকনঘর নির্মান কাজ করছে। দোকানের চারিপাশে টিনের বেড়া দিয়ে ভিতরে ইট বালু দিয়ে গোপনে কাজ করেছে। এব্যাপারে বাজার কমিটির সাধারন সম্পাদক সোহরাব হোসেন হাওলাদার জানান, ব্যবসায়ী জগদীশ গাইন সরকারি জায়গায় পাঁকা ঘর নির্মান করলেও আমাকে সে কিছুই জানায়নি। জগদীশ গাইন সরকারি জায়গায় ঘর নির্মানের সত্যত্বা স্বীকার করেন।

রত্নপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা সরদার বলেন, সরকারি জায়গা যে দখল করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, সরকারি জায়গা দখল করে কাউকেই স্থাপনা নির্মান করতে দেয়া হবে না। দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

http://www.anandalokfoundation.com/