13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে -পরিকল্পনামন্ত্রী

Rai Kishori
August 23, 2019 8:16 pm
Link Copied!

দেশ থেকে অন্যায়-অবিচার দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। কারণ আমাদের খাবার ও সংস্কৃতি এক। আমরা সবাই ভাত, মাছ, ডাল খাই; লুঙ্গি, ধুতি পরে চলাচল করি। আমরা সবাই বাংলায় কথা বলি। আমরা সব ধর্মকে সম্মান করি। বললেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী আজ ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে জাতীয় শোকদিবস উপলক্ষে  বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, পুরান ঢাকা ইউনিট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, এক জীবনে বঙ্গবন্ধুর অবদান বলে শেষ করা যাবে না। বঙ্গবন্ধুর ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। বঙ্গবন্ধুর সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন করতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের (ঢাকা) সভাপতি আহসান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক আবুল হোসেন, সঙ্গীতশিল্পী রফিকুল আলম ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার । এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

http://www.anandalokfoundation.com/