13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর নিয়ে ফের মুখোমুখি হবেন মোদী-ট্রাম্প

Rai Kishori
August 20, 2019 8:34 am
Link Copied!

কাশ্মীর নিয়ে উত্তাপ অব্যাহত। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কটা হল ডোনাল্ড ট্রাম্পের। দু’জনের অন্তত ৩০ মিনিট ফোনে কথা হয়েছে বলে জানা গিয়েছে। কাশ্মীর সহ একাধিক বিষয় নিয়ে হয়েছে আলোচনা। দু’জনে যে ফের একবার দেখা করতে চলেছেন সেকথা বিবৃতিতে জানাল হোয়াইট হাউস।

সোমবার মোদীর সঙ্গে ট্রাম্পের কথা হয়। এরপর হোয়াইট হাউসের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয় কথোপকথনে কী নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামিদিনে ভারত ও আমেরিকা অর্থনৈতিক জোট আরও শক্ত করবে কীভাবে, সেই বিষয়ে কথা হয়েছে।’ পাশাপাশি ভারত-পাকিস্তানের অশান্তি যেন প্রশমিত হয়, সেই বিষয়টাতেও জোর দিয়েছেন ট্রাম্প। তবে ভারত-পাকিস্তানের মধ্যস্থতা করার কোনও কথা উল্লেখ করেননি তিনি।

একইসঙ্গে হোয়াইট হাউস জানিয়েছে যে, দুই নেতাই ফের দেখা করার পরিকল্পনা করছেন।

ভারতের বিদেশমন্ত্রক আগেই জানায় যে, ৩০ মিনিটের এই কথোপকথনে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

চলতি বছরে জুনের শেষে ওসাকাতে তাদের বৈঠকের কথা তুলে ধরেন৷ ওসাকাতে দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে আশা প্রকাশ করেছেন তিনি৷ এই বিষয়ে একের পর এক ট্যুইটও করেছেন তিনি৷

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পাকিস্তান প্রসঙ্গেও ট্রাম্প-মোদীর কথা হয় এবং পাকিস্তানের অ্যান্টি-ইন্ডিয়া কাজকর্মে বিপদ বাড়ছে, এবং ভারত এই ধরণের কাজ বরদাস্ত করবে না বলে মোদী জানান বলে জানা গিয়েছে৷

http://www.anandalokfoundation.com/