13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে রুপসী দেবতা থলীর ডাল কর্তন, হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার!

Rai Kishori
August 17, 2019 10:24 pm
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি কালীমন্দির সংলগ্ন স্থানে প্রায় ১ শত ৫০ বছরের ঐতিহ্যবাহী রুপসী থলীর গাছের ডাল কেটে নেওয়ায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা রয়েছে বলে জানাগেছে।

সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি কালীমন্দির সংলগ্ন স্থানে দীর্ঘদিন যাবত ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন নবজাতক শিশুর জন্ম হলে বা বিবাহের সময় রুপসী দেবতা গাছ থলীতে বিভিন্ন পুজা অনুষ্টান প্রতি পালন করে আসছেন। কিন্তু গত সপ্তাহ খানেক পুর্বে মান্দারকান্দি গ্রামের মৃত রকিব উল্লাহর পুত্র দুলু মিয়া ঐ দেবতা গাছের ডালপালা কেটে তার ফিশারীতে ফেলে দেয়। বিষয়টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের নজরে আসলে একে অন্যে জানাজানি হলে ধর্মীয় অনুভুতিতে আঘাত হলে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

বিষয়টি নিয়ে ঐ গ্রামসহ উপজেলার বিভিন্ন গ্রামের হিন্দু সম্প্রদায়সহ ধর্মীয় সংগঠনের লোকজনের মাঝে জানাজানি হলে তাদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনসহ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী।

http://www.anandalokfoundation.com/