13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত

Rai Kishori
August 15, 2019 5:50 pm
Link Copied!

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

দিবসটি উপলক্ষ্যে উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজ সকাল ৯ টায় কলেজ চত্বরের পতাকা স্তম্ভে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করে। এরপর সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, কলেজ গভর্ণিং বডির সদস্য সাংবাদিক আব্দুল আজিজ মজনু প্রমূখ।

সভাটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন করে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

পূষ্পার্ঘ্য অর্পনের পর শোক র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সুর ইসলাম শেখ, ডাঃ ইয়াকুব আলী সরদার, ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা খাতুন প্রমূখ। সভাটি

http://www.anandalokfoundation.com/