13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘে পাকিস্তানকে চোর বলে আক্রমণ

Rai Kishori
August 14, 2019 7:15 am
Link Copied!

পাকিস্তানের প্রতিনিধিত্ব করার কোনও যোগ্যতা ও অধিকার নেই আপনাদের৷ গত ১৫-২০ বছর ধরে কী কাজ করেছেন আপনারা পাকিস্তানের জন্য? পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধির বক্তব্যের মাঝে অন্য এক ব্যক্তির আক্রমণাত্মক এমন বক্তব্য।

নিউইয়র্কে জাতিসংঘের একটি অনুষ্ঠানে সেই বক্তব্যের মাঝেই রীতিমত অস্বস্তিতে পড়তে হল পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধিকে৷ জাতিসংঘের তাঁর বক্তব্যের মাঝেই এক ব্যক্তি চেঁচিয়ে বলে ওঠেন আপনারা চোর৷

সভার মাঝেই চিৎকার করতে থাকেন ওই ব্যক্তি৷ বাধ্য হয়েই জাতিসংঘে পাকিস্তানের জাতিদূত সভা ছেড়ে বেড়িয়ে যান৷ তাঁকে কার্যত বিব্রত লাগছিল৷ তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করতে থাকেন অন্যান্যরা৷ তবে ড্যামেজ কন্ট্রোল হয়নি৷ লোধিও ওই ব্যক্তিকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন৷ তবে তাতে পালটা পরিস্থিতি আরও বিগড়ে যায়৷

অবশেষে সভা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন লোধি৷ যাওয়ার আগে তিনি বলেন ওই ব্যক্তির কোনও প্রশ্নের বা কোনও কথার জবাব তিনি দিতে বাধ্য নন৷ তবে তাতেও থামেননি ওই ব্যক্তি৷ বারবার প্রশ্ন ছুঁড়ে দিতে থাকেন তিনি৷ তাঁর অভিযোগ পাকিস্তানের প্রতিনিধিত্ব করার কোনও অধিকার লোধির নেই৷ তিনি চোর৷ পাকিস্তানের টাকা লুঠ করছেন৷ গত ১৫-২০ বছর ধরে কোনও কাজই তিনি করেননি৷ এমনকী সেই টাকা পকেটে পুরেছেন লোধি৷

এই ভিডিওটি রীতিমত ভাইরাল হয়ে পড়ে৷ নেটিজেনদের তরফ থেকে উড়ে আসে মিশ্র প্রতিক্রিয়া৷ তবে অনেকেই ওই ব্যক্তিকে সমর্থন করেছেন৷ তাঁদের বক্তব্য লোধি আমেরিকায় বিলাসবহুল জীবন যাপন করেন৷ পাকিস্তানের হয়ে টাকা নেন৷ কিন্তু বদলে তাঁর থেকে পাকিস্তান কিছু পায় না৷ রাষ্ট্রসংঘের এই প্রতিনিধিকে অবিলম্বে ইসলামাবাদের পরিবর্তন করে দেওয়া উচিত৷

http://www.anandalokfoundation.com/