13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাওয়ায় স্পিড বোট ডুবির ঘটনায় মৃত এক, সকল যোগাযোগ বন্ধ। মানুষের দূভোর্গ

Rai Kishori
August 13, 2019 3:20 pm
Link Copied!

শওকত হোসেন জনীঃ পদ্মা নদীর মাওয়াতে স্পিড বোট ডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।  নদী পথের সকল যোগাযোগ বন্ধ। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় আড়াইশ ছোট-বড় গাড়ি। মানুষের চরম দূভোর্গ।

জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করেছে। স্পিডবোর্ড ডুবির ঘটনায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ১৮টি ফেরির মধ্যে ১১টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীদের চাপ বেশি থাকার কারণে লোড-আনলোড হতে পারছে না ফেরি।

বিআইডব্লিউটিসির (মেরিন) ম্যানেজার আহাম্মদ আলি জানান, এ রুটে ১৮ টি ফেরির মধ্যে ১৭ টি ফেরি চলাচল করছিল। বৈরী আবহাওয়ার কারণে ছয়টি ফেরি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ১১টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির (শিমুলিয়া) সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ জানান, লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরি ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। যাত্রীদের চাপে লোড-আনলোড হতে পারছে না ফেরি। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় প্রায় আড়াইশ’ ছোট-বড় যাত্রীবাহী গাড়ি।

http://www.anandalokfoundation.com/