13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় সেনায় আসছে বিশ্বের সবথেকে শক্তিশালী ব্রহ্মোস মিসাইল

Rai Kishori
August 9, 2019 9:30 am
Link Copied!

শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীর হাতে যেতে চলেছে ব্রহ্মোস মিসাইল। এই মিসাইলের সমান কোনও মিসাইল এই মুহূর্তে বিশ্বে নেই। গতি কিংবা ক্ষমতায় বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী মিসাইল।

রাশিয়ান সংস্থা এরোস্পেশ লিমিটেডে মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন। এর গতি হবে ৩০০০ কিলোমিটার/ ঘণ্টা। আর এতেই আতঙ্ক বেড়ে গিয়েছে চিনের। অন্ধ্রপ্রদেশের সীমান্তে এই মিসাইল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাখা হতে পারে কাশ্মীরেও।

তিনি জানান, আগামী কয়েক বছরে ভারতের অস্ত্র-ভাণ্ডারে আসছে আরও বেশি সংখ্যায় ব্রহ্মোস সুপারসনিক মিসাইল।  ভারত ও রাশিয়ার দুই সংস্থা যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করে।

রাশিয়ান সংস্থা এরোস্পেশ লিমিটেডের তরফে জানানো হয়েছে, ভারত  এই অস্ত্র ভারত ও রাশিয়ার কোনও বন্ধু দেশকে বিক্রিও করতে পারে।

সম্প্রতি চিন সীমান্তে সবথেকে বেশি গতিসম্পন্ন এই মিসাইল মোতায়েন করা সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদেরও সহজেই টার্গেট করা যায় এই মিসাইলের মাধ্যমে। ভারতীয় সেনাবাহিনীর পাঁচটি রেজিমেন্টের প্রত্যেকটিকে ১০০টি করে মিসাইল আছে। ২০০৭ থেকে ব্রহ্মোস ব্যবহার করছে ভারত।

http://www.anandalokfoundation.com/