13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুষমার মৃত্যুতে মোদী-মমতা’র শোকবার্তা

Rai Kishori
August 7, 2019 6:44 am
Link Copied!

সুষমা স্বরাজের মৃত্যুকে তাঁর ব্যক্তিগত ক্ষতি হল বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর অভিমত, এই নেত্রীর কাজের জন্য ভারত তাঁকে মনে রাখবে৷ প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তাঁর বক্তব্য, সুষমা স্বরাজ তার জীবন উৎসর্গ করেছিলেন জন পরিষেবায়৷

সুষমা স্বরাজের মৃত্যুর পর প্রধানমন্ত্রী মোদী একের পর এক ট্যুইট করেছেন৷ তিনি টুইটে লিখেছেন, ভারতের রাজনীতিতে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল৷ তাঁর কথায়, অসাধারণ বক্তা এবং সাংসদ ছিলেন সুষমাজি। দলের সকলে তাঁকে সম্মান করতেন। আদর্শ এবং বিজেপির স্বার্থ নিয়ে কখনওই তিনি আপস করেননি। দলের উন্নতিতে তাঁর বড় ভূমিকা ছিল।

এদিকে কংগ্রেসের টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, সুষমা স্বরাজের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ৷ পাশাপাশি, ওনার পরিবার এবং ঘনিষ্ঠদের সমবেদনা জানান হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুষমা স্বরাজের প্রয়াণে দু:খপ্রকাশ করেন৷ তিনি সুষমা স্বরাজকে ভাল মানুষ এবং অসাধারণ রাজনীতিক বলে বর্ণনা করেন৷ মমতার জানান ,সুষমা স্বরাজের অকাল প্রয়াণে তিনি গভীর ভাবে শোকাহত৷ তিনি ১৯৯০ সাল থেকে তাঁকে চিনতেন৷ মতাদর্শের দিক থেকে তাঁরা আলাদা হলেও সংসদে তারা তাঁরা দুজন অনেক সময় সংসদে একসঙ্গে কাটিয়েছেন৷

মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন সুষমা স্বরাজ। তড়িঘড়ি দিল্লির এমসে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই রাত সওয়া ১০টা নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

http://www.anandalokfoundation.com/