13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বানভাসীদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরন

admin
July 22, 2019 7:46 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকালিকপুর এলাকায় বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসন।

সোমবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পদ্মা নদী বেষ্টিত চরঞ্চালে গিয়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের বস্তায় ১০ কেজি চাউল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, নুডলস (এক কেজি করে) ও খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে দুর্গত এলাকার শিশুদের মাঝে একই সঙ্গে বিভিন্ন ধরনের খেলনাও দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোখসানা রহমান, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মুসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন, ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেন, জেলা ত্রাণ কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক অতুল সরকার জানান, ফরিদপুরের সদর, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েকদিন পানি বাড়লেও আজকের খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ছয় সেন্টিমিটার কমে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন বন্যা দুর্গত মানুষের পাশে থাকতে তৎপর রয়েছে।

http://www.anandalokfoundation.com/