13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যোগীর রাজ্যে তৃণমূলের প্রতিনিধি দল

Rai Kishori
July 20, 2019 12:43 pm
Link Copied!

উত্তরপ্রদেশের সোনভদ্রে দশ জন আদিবাসী মানুষের খুনের ঘটনায় উত্তাল দেশ ৷ নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে আজ, শনিবার উত্তরপ্রদেশের ঘোরোয়াল থানার সেই উভভা গ্রামে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল ৷ এখানেই গত বুধবার জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ হয়৷ রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে গঠিত হওয়া ওই প্রতিনিধি দলে দলের বর্তমান ও প্রাক্তন সাংসদরাও রয়েছেন ৷

বিজেপি সরকারের উপর চাপ বাড়াতে আসরে নেমে পড়েছে তৃণমূলও৷ গতকাল রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন সুখেন্দুশেখর রায়৷ তিনি বলেন, ধনী কৃষকেরা গরীবদের জমি ছিনিয়ে নিয়ে তাদের খুন পর্যন্ত করছে৷ ২০০ ট্রাক নিয়ে এসে তাণ্ডব চালানো হয়েছে উত্তরপ্রদেশের গ্রামে৷ সুখেন্দুশেখরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পান থেকে চুন খসলে অ্যাডভাইসারি পাঠানো হয়৷ কিন্তু সোনভদ্রের মর্মান্তিক ঘটনার পরেও সেই রাজ্যে কেন অ্যাডভাইসারি পাঠানো হবে না? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে এই ঘটনার ব্যাখ্যা দিন৷’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি ৷

শুধু সংসদ নয়, বিজেপির উপর চাপ বাড়াতে এবার উত্তরপ্রদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল দল৷ এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্যে প্রতিনিধি দল পাঠিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসমে যখন গণহত্যার ঘটনা ঘটেছিল তখনও সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনায় গতকাল কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে নীরবতা পালন করেছে৷

http://www.anandalokfoundation.com/