13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নাসিমের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাল গণফোরাম

Rai Kishori
June 26, 2019 5:45 pm
Link Copied!

জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন আওয়ামী লীগের পক্ষে গোপনে কাজ করেছেন এবং মাঠ খালি করে দিয়েছেন। জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম।

আজ বুধবার গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার সই করা বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদের সই করা ওই প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে গণফোরাম নেতারা বলেন, ‘গতকাল সংসদে আওয়ামী লীগ নেতা মো. নাসিম গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সম্পর্কে যে কুরুচিপূর্ণ উদ্দেশ্যমূলক শিষ্টাচারবিরোধী মিথ্যাচার করেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভোটারবিহীন ও আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত বর্তমান পার্লামেন্টের সরকারদলীয় নেতা মো. নাসিমের কাছে এর থেকে বেশি ভদ্রতা আশা করা যায় না। জনগণের অংশগ্রহণে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্টের শক্তিতে ভীত ও গণবিচ্ছিন্ন বর্তমান সরকার ও সংসদ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি করার লক্ষ্যে মো. নাসিম এই মিথ্যাচার করেছে। সরকার হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কুমতলবে এ ধরনের প্রলাপ বকছে। জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী ও সুদৃঢ় করে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে এ ধরনের ধৃষ্টতার জবাব দিতে হবে।’

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপিতে এত দৈন্য দেখা গেছে, কামাল হোসেনের মতো একজন ব্যর্থ, চক্রান্তে ব্যর্থ আওয়ামী লীগের মধ্যে, সেই কামাল হোসেনকে ভাড়া করে উনারা সামনে দাঁড় করালেন, মাননীয় স্পিকার। বলেন, এরা জিততে পারবে? জিততে পারবে না মাননীয় স্পিকার। এমনকি কী করল জানেন? (কামাল হোসেন) আওয়ামী লীগের পক্ষে কাজ করে মাঠ খালি করে দিল। আমরা ফাঁকা মাঠে গোল দিয়ে দিলাম। আমরা ফাঁকা মাঠে গোল দিয়ে দিলাম, মাননীয় স্পিকার। এই সংসদ হচ্ছে ভাড়াটিয়া নেতা কামাল হোসেনের উপহার। ওরা ভাড়া করল ওদের জন্য। ওরা কাজ করল, কামাল হোসেন গোপনে আমাদের পক্ষে মাননীয় স্পিকার, কামাল হোসেন আমাদের পক্ষে কাজ করল। সমস্ত মাঠ খালি হয়ে গেল, মাননীয় স্পিকার। আমার নিজের এলাকা পর্যন্ত খুঁজে পাই না মাননীয় স্পিকার।’

http://www.anandalokfoundation.com/