13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তেরোদোনা সার্বজনীন কালী মন্দির এর বাৎসরিক পূজা উদযাপন

Rai Kishori
June 19, 2019 6:31 am
Link Copied!

দুলাল পাল, স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা (কালী) তেরোদোনা সার্বজনীন কালী মন্দিরে বাৎসরিক পূজা উদযাপন হয়।

গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ সদরের বেতিলা তেরোদোনা সার্বজনীন কালী মন্দিরের বাৎসরিক কালী পূজা আজ অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মত এ বছরেও বেশ আনন্দের সাথে পূজা অনুষ্ঠিত হয়।

হিন্দু পূরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মহাত্ম্য। কালী দেবী তাঁর ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

পূজায় উপস্থিত ছিলেন উক্ত পূজা কমিটির সভাপতি অ্যাডভোকেট উদব সরকার, সহ-সভাপতি মানিক সরকার, কার্যকরী কমিটির সদস্য তিনু পাল সহ অনেক।

http://www.anandalokfoundation.com/