13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের কল্যাণে সরকার -কৃষিমন্ত্রী

Rai Kishori
May 24, 2019 10:25 pm
Link Copied!

এখন সার নিয়ে কোনো ষড়যন্ত্র ও কৃষকদের কোথাও কোনো বিড়ম্বনা নেই। বর্তমান সরকার সার, বীজসহ সকল কৃষি উপকরণের মূল্য হ্রাস, কৃষকদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা এবং কৃষি যান্ত্রিকীকরণে সর্বোচ্চ ভর্তুকি প্রদান এবং সম্প্রতি কৃষি যান্ত্রিকীকরণের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ সবই কৃষকের কল্যণের জন্য করা হচ্ছে। বললেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী আজ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক কৃষকের ধান নিয়ে যে সমস্যা হচ্ছে তার সমাধান করে ভবিষ্যতে টেকসই সমাধানের কথা ভাবছে সরকার। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী আমরাও কৃষকের পাশে আছি থাকব। বর্তমান সরকার সবসময় কৃষকদের পাশে ছিল, আছে এবং থাকবে।

জেলা, উপজেলা, মহানগর, ইউনিয়ন, গ্রামসহ নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়াতে আহ্বান জানান কৃষিমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সংসদ সদস্যরা, জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফরুক, পুলিশ সুপার, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যানরা, পৌর মেয়ররা, জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা।

http://www.anandalokfoundation.com/