13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্মশালা

Rai Kishori
May 5, 2019 6:14 pm
Link Copied!

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা, কর্ম পরিধি বিষয়ক কর্মশালা ও তামাক বিরোধী জোটের সভা অনুষ্টিত হয়েছে। রোববার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভাতে পুষ্টি বিষয়ের উপর সার্বিক চিত্র তুলে ধরেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হুসায়েন মাফায়েত ও কমিউনিটি ডেভোলপমেন্ট ম্যানেজার কাজী আলম। দিনব্যাপী এ কর্মশালাতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি ও শিক্ষক সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন অংশগ্রহন করেন।

কালীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও কেয়ার বাংলাদেশ এর পরিচালনায় কর্মশালায় পুষ্টি সচেতনার উপর আলোচনায় অংশ নিয়ে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ’মি) জাকির হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুজ্জামান, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সরকারী নলডাঙ্গা ভ’ষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, রনি লস্কর ও আলী হোসেন অপু প্রমুখ।

মাল্টি সেক্টরাল পুষ্টি প্রকল্পের আওতাধিন কর্মশালায় পুষ্টি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে সহযোগিতায় ছিলেন,প্রকল্পের টেকনিক্যাল কো-অডিনেটর রিপন কুমার আচার্ষ, টেকনিক্যাল অফিসার কাকলী সুলতানা ও উপজেলা কো-অডিনেটর রকিবুল আলম।

সভা শেষে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে তামাক বিরোধী জোটের এক সভা অনুষ্টিত হয়। সভাতে জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্র্মী, এনজিও প্রতিনিধি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/