13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত বিষয়ে আলোচনা

Rai Kishori
April 26, 2019 9:31 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার মহম্মদপুর উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ে ‘উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রেসিডেন্সি ইন্সটিটিউট অব টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান এ সভার আয়োজন করে।

সভায় ইন্দ্রজিৎ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন প্রকৌশলী শেখ মোহাম্মদ নবীব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল, সাবেক সমবায় কর্মকর্তা আব্দুল কুদ্দুস, অমৃতা দত্ত ও রিয়াজুল হক।

বক্তারা জানান, একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে দক্ষ জনগোষ্টির প্রয়োজন। এ ক্ষেত্রে জনশক্তি তৈরীতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় ঢাকা ও স্থানীয় শিল্পীরা সংগীত ও যাদু প্রদর্শন করেন।

http://www.anandalokfoundation.com/