13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল প্রচার ও ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করুন

Rai Kishori
April 17, 2019 7:48 pm
Link Copied!

কেবল অপারেটরদের বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল প্রচার ও ডিজিটাল পদ্ধতি প্রয়োগে ব্রতী হবার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। সেই সাথে বেআইনিভাবে নেটওয়ার্কের মাধ্যমে বিজ্ঞাপন, সিনেমা, গান ইত্যাদি প্রচার না করার বিষয়ে সকল অপারেটরকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল অপারেটরদের সাথে বৈঠকে মন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। তথ্যসচিব আবদুল মালেক ও অতিরিক্ত সচিব মিজান-উল-আলম এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইনগতভাবে কেউ বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না। ইতিমধ্যেই আমরা এ ব্যাপারে কিছু ব্যবস্থা গ্রহণ করেছি। ডাউনলিংকের অনুমতি যারা পেয়েছেন তাদেরকে নোটিশ করা হয়েছে, তারা নোটিশের জবাব দিয়েছেন। কিছু ব্যবস্থা তারা ইতিমধ্যেই গ্রহণ করেছেন। বাকি ব্যবস্থা কতটো কিভাবে করবেন এ ব্যাপারে তারা ১৫ দিন সময় চেয়েছেন এবং আমরা সেই সময় মঞ্জুর করেছি।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘এই আইনটি শুধু বাংলাদেশে আছে তা নয়, পাকিস্তানে, ভারতে বা ইউরোপের দেশগুলোতে যে সমস্ত বিদেশি চ্যানেল দেখানো হয় সেগুলো ভিনদেশের বিজ্ঞাপন ছাড়াই দেখানো হয়। বাংলাদেশের কোনো চ্যানেলও অন্যদেশে বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না। আমাদের দেশে সেটি মানা হচ্ছিল না। আমরা সেই আইন প্রয়োগ করার উদ্যোগ গ্রহণ করেছি। দুটি প্রতিষ্ঠানকে আমরা চিঠি দিয়েছি, তাদের বক্তব্য হচ্ছে, এই ক্ষেত্রে কেব্ল নেটওয়ার্ক যারা পরিচালনা করেন তাদেরও কিছু ভূমিকা রয়েছে। সে বিষয়ে আপনাদের তৎপর হতে হবে।’

তথ্যমন্ত্রী পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ের মধ্যেই দেশের সকল জেলার কেব্ল টিভি নেটওয়ার্ক ডিজিটাল পদ্ধতির আওতায় আনা এবং বাংলাদেশের চ্যানেলগুলোকে তাদের ফ্রিকোয়েন্সি পাবার ক্রম অনুযায়ী কেব্ল নেটওয়ার্ককে সম্প্রচারের নির্দেশনা দেন। অতিশীঘ্রই টেলিভিশন মালিকদের সংগঠন এটকো কেব্ল অপারেটরদেরকে বাংলাদেশি টিভি চ্যানেলের ক্রম তালিকা পুনরায় সরবরাহ করবে, বলেন মন্ত্রী।

কেবল অপারেটর এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (কোয়াব) এর সাবেক কমিটির প্রধান আনোয়ার পারভেজের নেতৃত্বে নিজাম উদ্দিন মাসুদ, এবিএম সাইফুল হোসাইন, সেলিম সারোয়ার প্রমুখ বৈঠকে অংশ নেন।

http://www.anandalokfoundation.com/