13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে সাধক ভক্তবৃন্দদের লালন আখরাবাড়ী স্থাপন

Rai Kishori
April 13, 2019 5:39 pm
Link Copied!

রতি কান্ত রায় (কুড়িগ্রাম) প্রতিনিধি: খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিস্তিয়া রাহমতুল্লাহি আলাইহি এর অনুসারী ফকির লালন শাহ্ একাডেমি সাধক ফকির বাউল মাস্তান ভক্ত আশেকবৃন্দদের মেলা অনুষ্ঠিত।

গতকাল  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামের আমির হোসেনের ছেলে ছালেক মিয়া চর শিমুলবাড়ী (ধরলা নদীর চরে) নিজ অর্থায়নে একটি লালন আখরাবাড়ী স্থাপন করেন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, সাধক ভক্ত দুদুল মিয়া, মিজানুর রহমান, উকিল মিয়া, আলমগির হোসেন, শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন।

ভক্তদের সাথে কথা বলে জানা যায়, সেখানে এই প্রথম লালন,বাউল,সাধক,মাস্তান,ফকিরের ভক্তবৃন্দের মিলন মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যার পর ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে।  ভক্তবৃন্দের পদচারণায় মূখরিত হয়ে ওঠে আখরাবাড়ীর পরিবেশ।

ভোজন দিয়েই শুরু হয়ে যায় ভজনের। বেজে ওঠে খোল, খমক, খঞ্জনি, একতারা আর দোতারা। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ সুর ও তাল মেলাতে শুরু করে দেন। “এসো দয়াল আসরে ডাকি দয়াল তোমারে, তোমার চরণ ছাড়া আমায় করিও না!”

http://www.anandalokfoundation.com/