13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের পাঁচ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

Rai Kishori
April 11, 2019 7:13 pm
Link Copied!

প্রভাষ বালাঃ গোপালগঞ্জের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিতদের শপথ গ্রহন অনুষ্ঠিত।

আজ ১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঢাকার সেগুনবাগিচার বিভাগীয় কমিশনারের প্রধান কার্যালয়ে  শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

দেশের অন্যান্য এলাকার চেয়ে গোপালগঞ্জ ব্যতিক্রম। কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগের তীর্থভূমি খ্যাত এই জেলায় এবার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক দেয়া হয়নি কাউকে। এখানে আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি উন্মুক্ত রাখা হয়। তবে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই আওয়ামী লীগেরই লোক।

যারা বিজয়ী হলেন কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস দোয়াত কলম প্রতীকে ৬০ হাজার ২১১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবর রহমান হাওলাদার চিংড়ি মাছ প্রতীকে ৩৭ হাজার ১৪১ ভোট পেয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলায় শেখ লুদফর রহমান বাচ্চু দোয়াতকলম প্রতীকে ৩৭ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকে ৩৭ হাজার ৬২০ ভোট পেয়েছেন।

টুঙ্গীপাড়া উপজেলায় সোলায়মান বিশ্বাস আনারস প্রতীকে ২৭ হাজার ৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল শেখ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩২ ভোট।

কাশিয়ানী উপজেলায় সুব্রত ঠাকুর টেলিফোন প্রতীকে ২২ হাজার ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার হোসেন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭১৬ ভোট।

মুকসুদপুর উপজেলায় কাবির মিয়া আনারস প্রতীকে ৭০ হাজার ৬১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম হয়েছেন মোটর সাইকেল প্রতীকের মহিউদ্দিন আহম্মেদ।

উল্লেখ্য, তৃতীয় দফায় গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৪ মার্চ রবিবার।

http://www.anandalokfoundation.com/