13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নারীর চোখে বাংলাদেশ: চায়ের দেশে ৪ ভ্রমণকন্যা

Rai Kishori
March 27, 2019 9:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  ট্রাভেলেটস্ অব বাংলাদেশ এর কর্মসূচির অংশ “নারীর চোখে বাংলাদেশ” ৮ম পর্বের কর্মসূচিতে এবার এবার এসেছিলেন চায়ের দেশ মৌলভীবাজারে।

‘ভ্রমণকন্যা’র এ চার সদস্য হলেন- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক মানসী সাহা, ডা. সাকিয়া হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিলভী রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুনতাহা রুম্মান অর্থি।

বুধবার (২৭ মার্চ) সকালে জেলার শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কর্মশালায় মুক্তিযুদ্ধ, বাল্যবিয়ে, আতœরক্ষার কৌশল, খাদ্য-পুষ্টি এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন তারা। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নারীর চোখে বাংলাদেশ ভ্রমণকন্যারা জানান, এ বছরেই দেশের বাকি জেলাগুলো ঘুরা সম্পন্ন করবেন তারা। এ ভ্রমণে জেলাগুলোর প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্কুলে বিশেষ করে মেয়েদের মধ্যে তারা সচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক প্রথার কুফল, আত্মরক্ষার উপায়, মেধা বিকাশে করণীয় ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরি তাদের মূল উদ্দেশ্য।

তারা আরও জানান, মানচিত্রের সাহায্য নিয়ে দেশের বিভিন্ন জেলার অবহেলিত এলাকাগুলোতে তারা যাওয়ার চেষ্টা করেছেন। মিশেছেন ছিন্নমূল মানুষের সঙ্গে। লিপিবদ্ধ করছেন তাদের অনেক সুখ-দুঃখের কথা। নিজেদের ঐতিহ্য, মুক্তিযুদ্ধের ইতিহাস, পর্যটন স্থানগুলোর ইতিহাস সম্পর্কে তারা শিক্ষার্থীদের অবহিত করার চেষ্টা করেছেন।

এছাড়া প্রত্যেক জেলার ঐতিহ্যবাহী দর্শনীয় বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সেগুলোর প্রাথমিক ইতিহাস লিপিবদ্ধ করছেন তারা।

২০১৭ সালের এপ্রিল মাস থেকে চার কন্যা দু’টি স্কুটিতে করে ঘুরে বেড়াচ্ছেন একের পর এক জেলা। বেশ কয়েকটি পর্বে দেশের ৬৪টি জেলার সবকটিতেই ভ্রমণ সম্পন্ন করবেন তারা। তাদের মধ্যে ব্যক্তি উদ্যোগে ডা. সাকিয়া হক ওভ ডা. মানসী সাহা ইতিমধ্যে ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন।

http://www.anandalokfoundation.com/