13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশে হতদরিদ্র বলে কিছু থাকবে না: প্রধানমন্ত্রী

Rai Kishori
March 20, 2019 3:49 pm
Link Copied!

বাংলাদেশের গ্রামে তখন হাহাকার, থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই, এই কষ্টগুলো বাবাকে ব্যথিত করেছে এবং সেজন্যই তিনি জীবনের সবকিছু ত্যাগ করে বাংলাদেশের মানুষের জন্য কষ্ট স্বীকার করে গেছেন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তার কষ্টের কারণেই আমরা স্বাধীন রাষ্ট্রের জাতি হিসেবে পেয়েছি মর্যাদা। দারিদ্র্যের হার কমিয়ে এনেছি। এক সময় বাংলাদেশে হতদরিদ্র বলে কিছু থাকবে না।

এসময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. রফিকুল আলম, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/