13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অন্যায়ের সাথে আপোস নয় –মন্ত্রী পরিষদ সচিব

Rai Kishori
March 19, 2019 5:39 pm
Link Copied!

অন্যায়ের সাথে কোন আপোষ করা যাবেনা। ন্যায়ের জন্য স্রোতের প্রতিকূলে চলার মনোবল থাকতে হবে। হার না মানার মনোভাব নিয়ে জনসেবা করতে হবে। মানুষ তথা সেবা প্রার্থীদের মনের ভেতর জায়গা করে নিতে হবে যেন তাঁরা আজীবন মনে রাখে। বললেন মন্ত্রীপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম।

আজ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে অনুষ্ঠিতব্য দুই সপ্তাহের ‘বেসিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন করার সময়, উক্ত কোর্সে অংশগ্রহণকারী নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)/এসিল্যান্ড দের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখতে যেয়ে প্রধান অতিথি মন্ত্রীপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম এসব কথা বলেন।

মন্ত্রীপরিষদ সচিব আরও বলেন, মানুষকে সাহায্য করার সুযোগ ভূমি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি। পজেটিভ মাইন্ডসেট নিয়ে, ‘নলেজ’, ‘স্কিল’ এবং সঠিক ‘অ্যাটিচিউট’ প্রয়োগ করতে পারলে এসিল্যান্ডরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে। মর্যাদাবোধ নিয়ে চলতে পারলে আর কিছুই বাঁধা হয়ে দাঁড়াবেনা।

উল্লেখ্য, দুর্নীতিমুক্ত, জনবান্ধব ডিজিটাল ভূমিসেবা প্রতিষ্ঠিত করার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে ভূমিমন্ত্রী বেসিক প্রশিক্ষণ কোর্সে প্রয়োজনীয় পরিমার্জনের নির্দেশনা দিয়েছিলেন। সেই অনুযায়ী অত্র কোর্সটি পরিচালিত হবে এবং কোর্সের এক পর্যায়ে প্রশিক্ষণার্থীবৃন্দকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্তি দিয়ে প্রশিক্ষণ প্রদানের কথাও আছে। এছাড়া, বেসিক কোর্স করে মাঠে কাজ করার কিছুদিন পর তাঁরা পুনরায় সংক্ষিপ্ত রিফ্রেশার্স কোর্স করার জন্য ঢাকার প্রশিক্ষণ কেন্দ্রে আবার আসবেন।

বিশেষ অতিথি ভূমি সচিব বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে বলেন, আমাদের প্রতি বঙ্গবন্ধুর অনুশাসন ছিল আমরা যেন জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করি এবং জাতীয় স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেই। অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করি।

সচিব বলেন, সুতরাং সবসময় সেবা প্রদানের মানসিকতা রাখা পাবলিক সার্ভেন্ট হিসেবে আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আব্দুল হাই। ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী এসিল্যান্ডগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তসলীমুল ইসলাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যৌথভাবে ২০১৯ সালে নবনিযুক্ত ১৭০ জন এসিল্যান্ডদের মধ্যে প্রথম পর্যায়ে ১০০ জনকে প্রশিক্ষণ প্রদান করবে।

http://www.anandalokfoundation.com/