13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নারী ক্ষমতায়ন বাড়লেও ৮০ ভাগেরও বেশি বিবাহিত নারী নির্যাতনের শিকার

Rai Kishori
March 8, 2019 1:22 pm
Link Copied!

দেশের সর্বত্র নারীদের এখন অবাধ বিচরণ রাজনীতি, অর্থনীতি, আইন-শৃঙ্খলা, পোশাক খাতসহ বিভিন্ন জায়গায়। নারীর ক্ষমতায়নে অনেকখানি এগিয়ে বাংলাদেশ। এই দিক থেকে বিশ্বে দশম বাংলাদেশের নারীরা। লিঙ্গ বৈষম্য দূর করার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। কিন্তু বদলায়নি নারী নির্যাতনের চিত্র। ডিবিসি।

২০১৫ সালের ভায়োলেন্স এগেইনস্ট ওমেন জরিপ অনুযায়ী ৮০ ভাগেরও বেশি বিবাহিত নারী কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার। আরেকটি জরিপ বলছে, ৪০ ভাগ মানুষ নারী নির্যাতন বলতে শুরু শারিরীক নির্যাতনকেই বুঝেন। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন অঞ্চলে অনেকেই এখনও নির্যাতন সম্পর্কে সচেতন নয়।

ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার সাঈদা বিলকিস বলেন, বেশিরভাগ মানুষই নির্যাতনের ধরন সম্পর্কেই জানে না। সাধারণত আমরা শুধুমাত্র মারা বা আঘাত করলেই সেটাকে নিয়ে রিপোর্ট করি। আমরা ধর্ষণকে অনেক বেশি ফোকাস করি, কিন্তু শরীরের অন্যান্য অঙ্গ দিয়েও যে নারীদের অবমাননা করা হয়, সেগুলো আমরা ফোকাস করি না।

নারীর ক্ষমতায়ন বা দক্ষতা বাড়ানোর পাশাপাশি পুরুষের মানসিকতা বদলানোরও তাগিদ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড দেশের সর্বত্র নারীদের এখন অবাধ বিচরণ রাজনীতি, অর্থনীতি, আইন-শৃঙ্খলা, পোশাক খাতসহ বিভিন্ন জায়গায়। নারীর ক্ষমতায়নে অনেকখানি এগিয়ে বাংলাদেশ। এই দিক থেকে বিশ্বে দশম বাংলাদেশের নারীরা। লিঙ্গ বৈষম্য দূর করার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। কিন্তু বদলায়নি নারী নির্যাতনের চিত্র।

২০১৫ সালের ভায়োলেন্স এগেইনস্ট ওমেন জরিপ অনুযায়ী ৮০ ভাগেরও বেশি বিবাহিত নারী কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার। আরেকটি জরিপ বলছে, ৪০ ভাগ মানুষ নারী নির্যাতন বলতে শুরু শারিরীক নির্যাতনকেই বুঝেন। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন অঞ্চলে অনেকেই এখনও নির্যাতন সম্পর্কে সচেতন নয়।

জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো. শেখ ইমতিয়াজ বলেন, নারী সঙ্গে সহিংসতার পরিমাণ আগের চেয়ে বেড়েছে এর কারণ হচ্ছে মেয়েরা এখন আর ঘরে বসে থাকছে না, তারাও বাহিরে বের হচ্ছে। নারীর ক্ষমতায়নের বিষয়গুলো মেয়েদের যতোটা না পড়ানো উচিত, তার চেয়ে ছেলেদের পড়ানো আরও বেশি জরুরি।

এডৌবি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেহানা পারভীন বলেন, মেয়েদের ক্ষেত্রটা কিন্তু নিজেদেরই তৈরি করে নিতে হবে। যেমন কর্পোরেটে অনেক মেয়ে আসছেন। তাদের দেখাদেখি যে অন্য মেয়েরা আসবে সেই দক্ষতা তৈরি হওয়ার জায়গাটা কম। মেয়েদের রক্ষার জন্য কাজের পরিবেশ আরও উন্নত করা দরকার এবং এই কাজটা কিন্তু ছেলেদেরই করে দিতে হবে।

http://www.anandalokfoundation.com/