13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আরাফাত সানী জানালেন সাফল্যের ‘মন্ত্র’

admin
December 8, 2015 12:00 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: প্রথম দুই আসরে চিটাগং কিংসের হয়ে ২২ ম্যাচে ১৬ উইকেট নেওয়া আরাফাত সানী এবার খেলছেন রংপুর রাইডার্সের হয়ে।

বল হাতে দুর্বার সানী। আট ম্যাচে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে সানী। রোববার বিপিএলে নিজের সেরা বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেন। ১৪ রানের খরচে নেন চার উইকেট।

বাঁহাতি এ স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে সিলেট সুপারস্টার্স ৫৯ রানে গুটিয়ে যায় যা বিপিএলে সর্বনিম্ন তালিকায় দ্বিতীয়। ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর সংবাদ সম্মেলনে আরাফাত সানী বলেন, ‘আমি অনেক দিন পর শুরুতে বোলিং করেছি। খুব উপভোগ করছিলাম।  শুরুতে বল করছিলাম বলে বাড়তি কিছু সুবিধা পাচ্ছিলাম। ওখানে সিঙ্গেল বের করা কঠিন থাকে, হয়তো চার কিংবা ছয় হতে পারে। এই জিনিসটা চ্যালেঞ্জের হলেও উপভোগ্য।’

রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান ইনিংসের শুরুতেই সানীর হাতে বল তুলে দেন। প্রথম ওভারেই দিলশান মুনায়েরার উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ওভারে আউট করেন জুনায়েদ সিদ্দীককে। বিপজ্জনক হয়ে ওঠার আগেই মুশফিকুর রহিমকে সাজঘরে ফেরানোর দায়িত্ব নিজ কাঁধে নেন সানী। নিজের শেষ ওভারে সরাসরি বোল্ড করেন নাজমুল হাসান মিলনকে।

শুরু থেকেই ব্যাটসম্যানদের স্পিন খেলতে সমস্যা হচ্ছিল। তবে সানী বললেন ভিন্ন কথা। তার ভাষ্য, ‘আমার মনে হয় না উইকেট খুব একটা বাজে ছিল। ওরা তাড়াহুড়ো করছিল একটু বেশি। ’

টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া আরাফাত সানী জানালেন নিজের সাফল্যের মন্ত্র, ‘উইকেট টু উইকটে বোলিং করতে হবে, রান চেক দিতে হবে।  টি-টোয়েন্টি ম্যাচে একজন বোলার যত ডট বল করতে পারবে, ব্যাটসম্যানদের দিকে তত চাপ থাকবে। তখন শটস খেলতে গেলে আউট হওয়ার সুযোগ থাকে। আমি উইকেট দেখে কখনোই বোলিং করিনি। উইকেট যেমনই হোক ভাগ্য সহায় হলে আর ভালো জায়গায় বোলিং করলে সফলতা আসবেই।’

http://www.anandalokfoundation.com/