13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদ শহীদের বোলিং বৃথা গেল

admin
December 8, 2015 11:52 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: সিলেট সুপারস্টার্সের পেসার মোহাম্মদ শহীদ ব্যক্তিগত  পারফরম্যান্সে উজ্জীবিত হতে পারছেন না দল খারাপ করার কারণে।

সোমবার ব্যাটিং ব্যর্থতার কারণে সিলেট সুপারস্টার্সের বিপিএলের শেষ চারে ওঠার সম্ভাবনা প্রায় নিভে গেছে। সিলেটকে ৫৯ রানে অলআউট করার পর রংপুর রাইডার্স আট উইকেটের বড় জয় তুলে নেয়।

আট ম্যাচের ছয়টিতেই হেরেছে সিলেট। জিতেছে দুটি ম্যাচে। পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে তারা। শেষ দুই ম্যাচে জিতলেও শেষ চারে ওঠার সম্ভাবনা থাকবে সিলেটের। তাদের চেয়ে থাকতে হবে ঢাকা ডায়নামাইটসের হারের দিকে।

টুর্নামেন্টে ভবিষ্যতে কী হবে তা ভাবতেও চাচ্ছেন না সিলেটের পেসার শহীদ। শুধু শেষ দুই ম্যাচে ভালো ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে ডানহাতি এ পেসার আট ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। দলের বাজে পারফরম্যান্সের কারণে ব্যক্তিগত পারফরম্যান্সে ভাটা পড়েছে তার। নিজ মুখে তা স্বীকার করতেও দ্বিধা করলেন না তিনি। শহীদ বলেন, ‘বোলিং উপভোগ করলেও আমার ভালো বোলিং কোনো কাজে এলো না। সবই বৃথা গেল!’

জাতীয় দলের এ পেসার বিপিএলের তৃতীয় আসরের উইকেট শিকারির তালিকার চারে অবস্থান করছেন। জাতীয় দলের হয়ে শুধু টেস্টে অভিষেক হওয়া এ পেসার ভবিষ্যতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নিতে চান। পাঁচ টেস্ট ম্যাচ খেলা এ পেসার বল হাতে দ্যুতি ছড়িয়ে নিয়েছেন পাঁচ উইকেট। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং আক্রমণের বিপক্ষে একাধারে ৫০টি বলে রান না দেওয়ার খ্যাতি আছে ডানহাতি এ পেসারের।

http://www.anandalokfoundation.com/