13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ শহরে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

admin
February 18, 2019 8:28 pm
Link Copied!

আরিফ মোল্ল্যা, (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৩টি অটো রাইচ মিল ও শহরের হাট-চাঁদনী মার্কেটে ৪টি চাউলের আড়তসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩২ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার নেতৃত্বে এই ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, কে এম আব্দুল বাকী পাট উন্নায়ন কর্মকর্তা পাট অধিদপ্তর ঝিনাইদহ, কালীগঞ্জ থানার এস আই জিয়া প্রমূখ।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা বলেন, প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে উপজেলা বেজপাড়ার জহুরুল হক এগ্রোফুডকে ২০ হাজার টাকা, নান্টু সাহা অটো রাইচ মিলকে ৫ হাজার টাকা, তারা এগ্রোফুডকে ২ হাজার ৫০০শত টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া একই অপরাধে কালীগঞ্জ শহরের হাট-চাঁদনী মার্কেটে চাউল ব্যাবসায়ী আবুল কাশেম, আবুল হাসেম, জাহাঙ্গীর ও আব্দুল হামিদকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

http://www.anandalokfoundation.com/