13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে প্রজননক্ষম নারীদের মাঝে স্যানিটারি কিট বিতরণ

admin
February 16, 2019 7:35 pm
Link Copied!

মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক: শ্রীমঙ্গলে চা বাগানের প্রজননক্ষম (১৫ থেকে ৩৫ বছর) নারীদের মাঝে স্যানিটারি কিট বিতরণ করা হয়েছে। ইনার হুইল ক্লাব অফ শ্রীমঙ্গলের আয়োজনে এবং রোটারি ক্লাব অফ ঢাকার সহায়তায় এই স্যানিটেশন কিট বিতরণ করা হয়।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারী)বিকালে ভাড়াউড়া চা বাগানের নাটমন্দিরে ও শনিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে এম আর খাঁন চা বাগানের মোট দুই শতাধিক নারীদের মাঝে স্যানিটারি কিট বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য সচেতনাতামূলক আলোচনা সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদুল ইসলাম,রোটারি ক্লাব অফ ঢাকার সদস্য খন্দকার বদরুল হাসান,মো রফিকুল ইসলাম রাব্বী,সৈয়দা গুলরু হাসান,মো খালেক্কুজ্জামান,ফিনলে চা কো¤পানির ভাড়াউড়া সেকশনের ডিজিএম জিএম শিবলী,অধ্যাপক অবিনাশ আচার্য্য ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অফ শ্রীমঙ্গলের সদস্য,রহিমা বেগম,দিল আফরোজ রুহেন, ডা:পুষ্পিতা খাস্তগীর,ড.শেফালী বোনার্জি,স্বপ্না দেব,অনিমা দত্ত কর,শুভ্রা দে,দীপ্তি চক্রবর্ত্তী প্রমুখ সভা সঞ্চালনা করেন ইনার হুইল ক্লাব অফ শ্রীমঙ্গলের সভাপতি রীতা দত্ত।

http://www.anandalokfoundation.com/