13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উন্নত বিশ্বের আদলে রেলওয়েকে সাজানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে — রেলপথ মন্ত্রী

admin
January 23, 2019 1:00 am
Link Copied!

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, উন্নত বিশ্বের আদলে রেলওয়েকে সাজানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। নতুন অনেক প্রকল্প নেওয়া হয়েছে এবং হচ্ছে। সরকার এখন হাইস্পিড ট্রেন নির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। লোক নিয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে বন্ধ স্টেশনগুলো চালু করা হবে। রেলের সেবাকে আরো জনগণের কাছাকাছি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে রেলমন্ত্রী এ সময় উল্লেখ করেন।

মন্ত্রী গতকাল বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর কারখানা পরিদর্শনকালে বলেন, লোকবল সংকটে কারখানার উৎপাদন কমে গেছে। লোকবল নিয়োগের চেষ্টা করা হচ্ছে। ভারতীয় অর্থায়নে নতুন কোচ নির্মাণের কারখানাটি সৈয়দপুর ওয়ার্কশপের পাশেই নির্মাণ করা হবে। তখন নিজেরাই উন্নত কোচ তৈরি করতে সক্ষম হব। ফলে বিদেশের উপর নির্ভরশীলতা কমে যাবে।

তিনি আরো বলেন, আরেকটি রেলওয়ে কারখানা নির্মাণ হলে আমরা বিদেশে কোচ রপ্তানি করতে পারব। তখন আর আমদানি করতে হবে না।

পরিদর্শনকালে সৈয়দপুর ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, বাংলাদেশ রেলওয়ের অতিরক্ত মহাপরিচালক রোলিং স্টক মোঃ শাসসুজ্জামান, রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) সৈয়দ শহিদুল হক, স্থানীয় প্রশাসনসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/