13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হিমাগারের অভাবে ক্ষতিগ্রস্ত সবজি চাষীরা

admin
January 19, 2019 6:10 pm
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি: কমলগঞ্জে হিমাগারের অভাবে ক্ষতিগ্রস্ত সবজি চাষীরা চলতি রবি মওসুমে মৌলভীবাজারের কমলগঞ্জে টমেটোর ব্যাপক চাষাবাদ এবং বা¤পার ফলন হয়েছে। টমেটো ছাড়াও বেগুন, আলু, ফুলকপি, বাঁধাকপি, শিমসহ বিভন্ন শাকসবজির ভালো ফলন হয়েছে এ উপজেলায়। তবে ভালো দাম না পাওয়ায় অনেকেই নামে মাত্র মূল্যে উৎপাদিত সবজি বিক্রি করতে বাধ্য হন। উপজেলায় কোনো হিমাগার না কারণে সবজি সংরক্ষণও করতে পারেন না কৃষকরা। ফলে কম দামেই তাদের সবজি বিক্রি করতে হয়।

কৃষি অধ্যূষিত এই উপজেলায় একটি হিমাগার স্থাপিত হলে চাষি পর্যায়ে এই সমস্যা কাটিয়ে লাভবান ও কৃষি উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মওসুমে এ পর্যন্ত ২৫০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। মোট রবিশস্য চাষাবাদ হয়েছে ১৫’শ হেক্টর জমি। তবে গ্রাফটিং পদ্ধতিতে কেউ কেউ বারো মাসও টমেটো চাষাবাদ করেন। শীত মৌসুম আসার আগেও ৩০ থেকে ৫০ হেক্টর পরিমাণ জমিতে গ্রাফটিং টমেটোর চাষাবাদ করা। এছাড়াও বেগুন, ফুলকপি, বাঁধাকপি, আলু, শিম, মূলাসহ ও শীতকালীন শাকসবজির ব্যাপক চাষাবাদ হচ্ছে। জেলার মধ্যে কৃষি উৎপাদনে এ উপজেলা ব্যাপক খ্যাতি অর্জন করেছে। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার কমবেশি স্থানে রবিশস্য উৎপাদন হয়। তবে আদমপুর, মাধবপুর ও আলীনগর ইউনিয়নে অধিক পরিমাণে শাক-সবজি চাষাবাদ হয়। এসব ইউনিয়নে সরিষারও আবাদ করা হয়। তবে সময় মতো কৃষকরা ন্যায্য দাম না পেয়ে নামে মাত্র মূল্যে সবজি বিক্রি করতে বাধ্য হন।

কৃষক মোবাশ্বির আলী, ব্রজেন্দ্র মোহন সিংহ, মানিক মিয়া, নুরুল ইসলাম, সুনীল দেবনাথ বলেন, ইতিমধ্যে যারা টমেটো বাজারজাত করছেন তারা কিছুটা লাভবান হচ্ছেন। তাছাড়া কয়েকদিন পর যারা টমেটো বাজারজাত করবেন তারা সেভাবে লাভবান হতে পারবেন না। গাছে গাছে এখন টমেটো, বেগুন ধরতে শুরু করেছে। সেগুলো বাজারে তোলার পর দাম একেবারেই কমে যায়। কৃষকরা বলেন, টমেটো, বেগুন, আলু, ফুলকপি, বাঁধাকপি, সরিষা সহ শীতকালীন সকল শাক-সবজির চাষাবাদ বেড়েছে। তবে সময় মতো ন্যায্য মূল্য পাওয়া যায় না। ফলে সকল দিক বিবেচনা করে কৃষকদের লাভের সুযোগ থাকে না এবং সেভাবে লাভবান হওয়া যায় না। এই উপজেলায় একটি হিমাগার বা সংরক্ষণাগার থাকলে দাম কমে গেলে সেখানে সংরক্ষণ করে পরে বিক্রি করে লাভবান হওয়ার সুযোগ থাকে।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, টমেটোসহ রবিশস্যের জন্য কমলগঞ্জ ব্যাপক পরিচিত। এসব সবজির ভালো চাষাবাদ ও উৎপাদন হচ্ছে। তবে এখানে একটি হিমাগার থাকলে সেটি কৃষকদের জন্য আরও ভালো হতো এবং কৃষকরা বিপুল উৎসাহ নিয়ে কৃষিতে অধিকতর মনোযোগী হয়ে উঠতেন।

http://www.anandalokfoundation.com/