13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিএসটিআই’কে জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যাওয়ার নির্দেশ

admin
January 14, 2019 8:35 pm
Link Copied!

বিএসটিআই’কে প্রতিষ্ঠান হিসেবে মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব মো. আবদুল হালিম।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ের মিলনায়তনে বিএসটিআইতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

শিল্প সচিব বলেন, বিএসটিআই দেশের একমাত্র জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাই এ প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভরসা থাকতে হবে। বিএসটিআইর লোগো শুধু দেশের গন্ডির মধ্যে থাকে না। আমদানি-রফতানির ক্ষেত্রে এ লোগো দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যায়। তাই বিএসটিআই’র লোগোর সুনাম দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ভেজাল বিরোধী অভিযান আরও বাড়াতে হবে। জনগণকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা শুধুমাত্র আপনারাই দিতে পারেন। তাই জনগণের কথা চিন্তা করে আপনাদের সততার সাথে কাজ করতে হবে।

বিএসটিআই’র মহাপরিচালক বলেন, বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দ্রুততম সময়ে জনগণকে সেবা প্রদান এবং পণ্যের মানের বিষয়ে আপোষহীন থাকতে হবে। সরকার কর্তৃক তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

http://www.anandalokfoundation.com/