13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পাচার ৩ কিশোরকে বেনাপোলে হস্তান্তর

admin
January 9, 2019 12:22 am
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল প্রতিনিধিঃ ভাল কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৩ কিশোরকে ৪ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)।

মঙ্গলবার(০৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে।

বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করলে সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।

ফেরত কিশোরেরা হলেন, ফেরত আসা কিশোররা হলো- সাতক্ষীরা পাটকেলঘাটার উপজেলার খলিশকালী গ্রামের হাকিম উদ্দীনের ছেলে সুজন সদ্দার(১০) ও রিপন সদ্দার (১৫) এবং সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পানখালী গ্রামের হরিদাসের ছেলে রন্জন( ১২)।

বাংলাদেশ মহিলা আইনহিবী সমিতির এ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের উত্তর ২৪ পরগনার ধুব্রআশ্রম নামে একটি এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের জেম্মায় রাখে। এক পর্যায়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম ৩ কিশোর ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

http://www.anandalokfoundation.com/