13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বড়দিন ঈশ্বর ও মানুষদের মধ্যে মিলন : কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও

admin
December 25, 2018 11:46 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি বড়দিন উপলক্ষে এক বাণীতে বলেছেন, ‘প্রভু যিশুর জন্মদিন, আমাদের বড়দিন। ঈশ্বর ও মানুষের মধ্যে মিলন, মানুষ ও মানুষের মধ্যে মিলন: বড়দিন মিলনের আনন্দ। মিলনময় আনন্দের শুভেচ্ছা রইল সবার প্রতি’।

সাপ্তাহিক প্রতিবেশীতে প্রকাশিত বাণীতে কার্ডিনাল প্যাট্রিক বলেন , ‘প্রায় চলে যাওয়া বছরটির শেষক্ষণে এসে উপলব্ধি করছি মিলনের আনন্দ। এই মিলনময় আনন্দের উৎস হচ্ছেন পরম প্রেমময় ঈশ্বর, যিনি ভালবেসে নিচে নেমে আসলেন মিলনের উদেশে মানুষ হয়ে, আমাদেরই ঘরে।’

‘আমার পঁচাত্তরতম জন্মবর্ষে অপ্রত্যাশিত একটি উপহার পেলাম। পালকীয় জীবনের দীর্ঘকাল ধরে অন্তরে লালিত একটি স্বপ্নের প্রতিফলন দেখলাম জাতীয় ও ধর্মপ্রদেশীয় পর্যায়ে মিলনসমাজ-রূপ মন্ডলীর চিন্তাধারা, দর্শন ও পালকীয় অগ্রাধিকার নিরূপণের মধ্যে। কৃতজ্ঞতাভরা অন্তরে আছে এ মিলনের আনন্দ।’

তিনি তাঁর বাণীতে আরো বলেন, ‘মিথ্যা অপবাদ ও প্রতিহিংসা, স্বার্থপরতা ও বিচ্ছিন্নতার পাপের কারণে সামজে যখন দেখেছি দুঃখ-বেদনা মিলনের আনন্দ অনেকটা ম্লান করে দিচ্ছে, ঠিক সেই সময়ে আবার দেখেছি ক্ষমা, কারামুক্তি ও শান্তির বাসনা, প্রকাশিত হয়েছে মিলনের আনন্দ। যুবাদের মধ্যে দেখা গেছে নতুন স্বপ্ন ও দর্শন; তাদেও সঙ্গী হয়ে, ঈশ্বরের ইচ্ছা আবিষ্কার করা এবং জীবনাহ্বান বেছে নেবার উদ্দেশে মিলযাত্রা করার অঙ্গীকার।’

‘খ্রিস্টমন্ডলীকে মিলন সমাজ রূপে নির্মাণ করা আগামী বর্ষ-দশকে আমাদের বাসনা ও অঙ্গীকার। তাই এবারের বড়দিন সবাইকে উজ্জীবিত করুক মানব যিশুর দ্বারা আনীত ঈশ্বরের সাথে মিলন এবং মন্ডলীর যাকজবর্গ, উৎসর্গীকৃত জীবনব্রতী ও ভক্তজনগণের মধ্যে মিলনময় করার সমাজবোধ’।

কার্ডিনাল প্যাট্রিক আহ্বান জানান, ‘প্রভু যিশুর জন্মোৎসব লাননের জন্য আসুন আমরা মিলনসমাজ-বিরোধী সকল পাপের জন্য অনুতপ্ত হই, ক্ষমা চাই ঈশ্বর ও ভাইবোন মানুষের কাছে। ঈশ্বর ও মানুষের সাথে মিলনের উদ্দেশে আরও গভীরভাবে জীবন-সাধনা করি’।

‘গণমঙ্গল প্রতিষ্ঠায় নির্বাচনমুখী আমাদের জাতির যাত্রায় প্রভু যিশুর জন্ম নিয়ে আসুক সকলের মধ্যে সম্প্রীতি, শান্তি, মিলন ও আনন্দ। প্রভু যিশুর জন্মদিনে মিলনের আনন্দই হোক সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, প্রার্থনা ও আশির্বাদ’।

http://www.anandalokfoundation.com/