13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা ছাত্রলীগ সভাপতি বাঁধনসহ ৪জন জামিনে মুক্ত

admin
December 18, 2018 4:43 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠান চলাকালীন পুলিশের উপর হামলার মামলায় জামিন পেয়েছেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ ৪ জন।

গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট শাহিন রেজা তাদের জামিন মঞ্জুর করেন। পরে বিকালে তারা জেলা কারাগার থেকে মুক্তি পায়। এ মামলায় আসামিদের পক্ষে এ্যাড. ইব্রাহিম শাহীন, এ্যাড. কাজী শহিদুল হক এবং রাষ্ট্রপক্ষে সিএসআই আব্দুল আওয়াল আইনজীবীর দায়িত্ব পালন করেন।

গত রবিবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানার এস আই আব্দুল আলিম বাদি হয়ে সরকারি কাজে বাধা দান ও পুলিশ নির্যাতনের অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অর্ধশতাধিক আসামী করা হয়।

উল্লেখ্য, রবিবার বেলা এগারটার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠান চলাকালীন সময়ে ইব্রাহীম হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী ভূমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করছিলো। এ সময় পুলিশ সদস্যরা মারধর থামাতে ছাত্রলীগ কর্মী ইব্রাহমি হোসেনকে আটক করে।

এতে স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মী ইব্রাহীমকে জোরপুর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ বাধে। ওসিকে ধাক্কা দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই সংঘর্ষে ওসি সহ আরও তিন জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাঁধনসহ চার জনকে আটক করে।

http://www.anandalokfoundation.com/