13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

admin
December 15, 2018 3:05 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসটি পালনে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,সিভিল সার্জন শামীম আরা নাজনীন,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)শেখ জাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান,জেলা আনসার ভিডিপি’র কমান্ড্যান্ট আব্দুর রশিদ,জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোঃ আক্তারুজ্জামান,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আসকার আলী,সহ-সভাপতি আব্দুল হালিম,সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন,এ্যাড. শাজাহান আলী,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।

এর আগে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এ দিন সকালে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ্যে পুস্পমাল্য অর্পন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ ইবাদত হোসেন,জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পুস্পমাল্য অর্পন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার লিয়াকত আলী, সদর থানার ওসি রবিউল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/