13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় সুফল-২ প্রকল্পের আমন ধান কর্তন মাঠ দিবস উদযাপন

admin
December 6, 2018 4:30 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদতাদাঃ কারিতাস বরিশাল অঞ্চল সুফল -২ প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়ায় আমন ধান মাঠ কর্তন দিবস উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের আমবাড়ি গ্রামে পাকা আমন ধানের ফসলী মাঠে কারিতাসের সহায়তায় অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সুফল ভোগী চাষীরা।

সমাজ সেবক জগদীশ চন্দ্র বৈষ্ণবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি প্রযুক্তি পরামর্শদাতা ড. কমল ভট্টাচার্জ, আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা, মোঃ জাফর ইকবাল, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের কো-অডিনেটর সুব্রত হালদার, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, এনজিও কর্মকর্তা কাজল দাস গুপ্ত, সুফল-২ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, এম, এন্ড, ই জয়ন্তী ভি, গোমেজ, কৃষি প্রযুক্তি কর্মকর্তা মিঃ নবেল বিশ্বাস প্রমূখ।

দীর্ঘদিন এ অঞ্চলে আমন ধান চাষ বন্ধ হয়ে যায়। আমন ধান উৎপাদনে এ অঞ্চলের জমিতে উজ্জল সম্ভাবনা থাকায় কয়েক বছর যাবত উন্নয়ন সংস্থা কারিতাস বরিশাল অঞ্চল সুফল- ২ প্রকল্পের আওতায় আগৈলঝাড়া উপজেলার রাজিহার ও বাকাল ইউনিয়নের কয়েকশত কৃষকে প্রশিক্ষণ শেষে ধানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরনের সহায়তা দিয়ে আসছে সংস্থাটি। চলতি বছরে আমন ধানের বাম্পার ফলন হওয়ায় চাষিরাও খুশি।

http://www.anandalokfoundation.com/