13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের নাগরিকরা চীনে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবে

admin
December 4, 2018 9:34 pm
Link Copied!

এখন থেকে বাংলাদেশের নাগরিকরা চীনে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবে।

বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারী নাগরিকদেরকে Visa on Arrival প্রদানের জন্য বাংলাদে‡ki অনুরোধের প্রেক্ষিতে ঢাকাস্থ চীনা দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ৩০ নভেম্বর নোট ভার্বাল প্রেরণ করে জানিয়েছে, বাংলাদেশের নাগরিকরা চীনে Port Visa/Visa on Arrival সুবিধা পাবে। জরুরি মানবিক প্রয়োজনে কারো চীনে গমনের প্রয়োজন হলে, জরুরি কাজে বা ব্যবসার প্রয়োজনে চীনে যাওয়ার জন্য কারো আমন্ত্রণপত্র থাকলে, মেরামত কাজের জন্য অথবা অন্যান্য জরুরি প্রয়োজনে, চাইনিজ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ট্যুরিস্ট হিসেবে চীনে গমন করলে সংশ্লিষ্ট বিমানবন্দরে  ‘Port Visa’ i জন¨ আবেদন করে ভিসা লাভ করা যাবেচীনের ‘Port Visa’ প্রতিবার  ভ্রমণের শর্তে ৩০ দিনের মেয়াদে প্রদান করা হয়।

          এছাড়া বর্তমানে সকল প্রকারের পাসপোর্টধারীদের জন্য মালদ্বীপের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। অফিসিয়াল, ডিপ্লোম্যাটিক উভয় পাসপোর্টধারীদের জন্য সিঙ্গাপুর, ভিয়েতনাম, কোরিয়া, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত ও চীনের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর আছে। শুধু ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের জন্য জাপান, থাইল্যান্ডের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া বাংলাদেশি নাগরিকদেরকে ভিসা ব্যতীত স্বল্পমেয়াদে ভ্রমণের সুবিধা প্রদান করে থাকে।

http://www.anandalokfoundation.com/