13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ কালীগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

admin
November 28, 2018 5:58 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ পুষ্টি উন্নয়নে নারীর ক্ষমতায়ন” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ৫ দিন ব্যাপী নারীর ক্ষমতায়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রকল্পের কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবী লোকাল সার্ভিস প্রোপাইটার (এলএসপি) দের পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আগমিন্দয়া গ্রামে জৈব কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে গত ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর এই প্রশিক্ষণ শেষ হয়।

জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের আয়োজনে কালীগঞ্জ উপজেলার ১৩টি গ্রামের ৩০জন এলএসপি পুষ্টি বিষয়ক প্রশিক্ষণে অংশ নেন।

পুষ্টি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টি বিশেষজ্ঞ জাহিদ হাসান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোঅডিনেটর মাহাতাব উদ্দিন, এরিয়া কো-অডিনেটর হাফিজুর রহমান, ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন ও কমিউনিটি অর্গানাইজার শরাফাত হোসেন তুষার।

প্রশিক্ষণ শেষে ৩০ এলএসপিকে উঠান বৈঠক সহায়তাকরন উপকরনও বিতরন করা হয়।

http://www.anandalokfoundation.com/