13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লাফার্জ সিমেন্ট উৎপাদনের পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখছে -কাজীএম আমিনুল ইসলাম

admin
November 28, 2018 1:30 am
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ দোয়ারায় বেইলীব্রীজ উদ্বোধনকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেছেন, বিদেশেী বিনিয়োগের মাধ্যমে এদেশের উন্নয়ন কর্মকান্ড অনেকাংশেই তরান্বিত হচ্ছে।

লাফার্জ হোলসিম কারখানা সিমেন্ট উৎপাদনের পাশাপাশি দায়বদ্ধতা থেকে সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অবদান রেখে যাচ্ছে। ঘিলাতলী নদীর উপর ব্রীজ নির্মাণ করে দুটি বিচ্ছিন্ন এলাকাকে একই সুত্রে বেধে দিয়েছে লাফার্জ হোলসিম। গতকাল মঙ্গলবার দুপুরে সীমান্তবর্তী ঘিলাতলী খালে দৃষ্টি নন্দন ‘সুপারক্রিট সেতু’ নামক বেইলী ব্রীজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেনস্টেইন তার বক্তব্যে বলেন, সুইজারল্যান্ড সব সময়ই বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নয়ন চায়। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অংশীদারিত্ব নিতে সুইজারল্যান্ড আগ্রহী। ব্রীজ নির্মাণ করে লাফার্জ হোলসিম কয়েকটি এলাকার মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন সৃষ্টি করেছে। প্রত্যন্ত অঞ্চলে এমন আরো উন্নয়নমূলক কার্যক্রমে লাফার্জ হোলসিম অংশ নেয়ার আহবান জানান তিনি।

এশিয়ার বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ-হোলসিমের অর্থায়ন, নিজস্ব প্রযুক্তি ও কারিগরী সহায়তায় ৩২ মিটার দৈর্ঘ্য এ সেতু নির্মাণ করা হয়।

সেতু উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় ঘিলাতলী মাঠে লাফার্জ হোলসিমের উদ্যোগে প্রতিষ্ঠানের কমিউনিকেশন কর্মকর্তা মহিউদ্দিন বাবরের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেনস্টেইন, লাফার্জ হোলসিম বাংলাদেশের চেয়ারম্যান ক্রিস্টফ হ্যাসিগ, স্পেন দূতাবাসের প্রতিনিধি নিকোলাস বেষ্টিন, লাফার্জ হোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেস সুরানা, ইন্ডাস্ট্রিয়াল ডিরেক্টর ই আর কিম, লিগ্যাল এন্ড করপোরেট ডিরেক্টর কাজী মিজানুর রহমান, মার্কেটিং এন্ড কমার্শিয়াল ডিরেক্টর আসিফ ভুঁইয়া প্রমুখ।

এসময় সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার দুলন মিয়া, র‌্যাব-৯ এর কমান্ডার ফয়ছল আহমদ, বিজিবির মেজর মহিউদ্দিন, লাফার্জের এক্সর্টানেল কমিউনিকেশন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, অধ্যক্ষ নজির হোসেনসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

সভা শেষে ঘিলাতলী খালের উপর স্বরচিত জারি গান পরিবেশন করেন লাফার্জ হোলসিম কমিউনিটি স্কুলের শিক্ষার্থীরা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওলানা সুলতান মাহমুদ।

http://www.anandalokfoundation.com/